কুমিল্লা-৫ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন দুজন

বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকা নিয়ে গঠিত কুমিল্লা-৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2021, 01:55 PM
Updated : 15 June 2021, 01:56 PM

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে কুমিল্লার জেলার প্রধান নির্বাচন কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে আওয়ামী লীগ নেতা এবং ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন অফিসে জাতীয় পার্টির নেতা তাদের মনোনয়নপত্র জমা দেন।

তারা হলেন, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম খাঁন এবং জাতীয় পার্টির প্রার্থী মো. জসিম উদ্দিন।

তবে এ উপনির্বাচনে লড়াই করতে আটজন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বলে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ শাহাদাত হোসাইন জানিয়েছিলেন।

আগামী ২৮ জুলাই কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া  আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ১৪ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান সাবেক মন্ত্রী আবদুল মতিন খসরু। তার মৃত্যুতে এ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে ২ জুন এ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

তফসিল ঘোষণার সময় উপ-নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ১৪ জুলাই নির্ধারণ করা হলেও করোনাভাইরাস সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় ইসি ভোট গ্রহণের তারিখ পুননির্ধারণ করে।

তফসিল ঘোষণার পর কুমিল্লা-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ৩৫ জন নেতা।