কোভিড: যশোরে একদিনে ৩ মৃত্যু, সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের এবং উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় একদিনে সর্বোচ্চ কোভিড রোগী শনাক্ত হয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2021, 11:00 AM
Updated : 15 June 2021, 11:00 AM

যশোর জেনারেল হাসপাতালে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে তারা মারা যান বলে তত্ত্বাবধায়ক মো. আখতারুজ্জামান জানান।

এছাড়া আক্রান্ত এবং উপসর্গ নিয়ে গত এক সপ্তাহে এ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জন মারা গেছেন বলে জানান তিনি।

এদিকে মঙ্গলবার যশোরে ৫২৮ জনের নমুনা পরীক্ষা করে ২৪৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; যা একদিনের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড বলে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহনেওয়াজ জানিয়েছেন।

আক্রান্তদের মধ্যে ১৫ জন ভারত ফেরত।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় কোভিড রোগী শনাক্তের হার ৪৭ শতাংশ বলে জানান রেহনেওয়াজ।

এদিকে করোনাভাইরাসের ঊর্ধ্বগতি ঠেকাতে যশোর পৌরসভা ও নওয়াপাড়া পৌরসভায় প্রশাসন থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও তা মানছে না সাধারণ মানুষ।

স্বাভাবিক দিনের মতই শহরের বিভিন্ন স্থানে লোকজনকে চলাচল করতে দেখা গেছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান বলেন, “বিধিনিষেধ কার্যকর করতে সব উদ্যোগ নেওয়া হয়েছে। সংক্রমণ ঠেকাতে আরও কঠোরতা আরোপ করা হবে।”