যশোরে নতুন কোভিড আক্রান্ত ৯০, মৃত্যু ৩

যশোরে একদিনে আরও ৯০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছে তিনজন।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2021, 04:00 PM
Updated : 14 June 2021, 04:00 PM

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এপ্রিল ও মে মাসের তুলনায় চলতি মাসে যশোরে করোনাভাইরাস শনাক্তের হার অনেক বেশি। সেই সঙ্গে মৃত্যুও বেড়েছে।

যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহনেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় ২৩০ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ শতাংশ।

এছাড়া করোনা আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন বলেও তিনি জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন করোনা আক্রান্ত হয়ে এবং অপরজন করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।

এই তিনজনসহ গত এক সপ্তাহে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ জন মারা গেছেন বলে তিনি জানান।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. আখতারুজ্জামান জানিয়েছেন, হাসপাতালে করোনা রোগী ও উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ বেড়েছে। বর্তমানে করোনা ডেডিকেটেড ও আইসোলেশন ওয়ার্ডে ৯৯ জন রোগী ভর্তি আছে। রোগী বাড়লেও তারা সেবা দিতে সক্ষম।

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, লকডাউন কার্যকর করতে তাদের সকল বিভাগ একযোগে কাজ করছে।

গত ৯ জুন গভীর রাত থেকে ১৬ জুন রাত ১২টা পর্যন্ত যশোরে লকডাউন চলছে।