কুড়িগ্রাম পৌরে চলাচলে বিধিনিষেধ

কুড়িগ্রামে তিনটি ওয়ার্ডসহ পৌরসভার কয়েকটি এলাকায় চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2021, 03:19 PM
Updated : 14 June 2021, 03:46 PM

কুড়িগ্রামে ‘আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায়’ সোমবার বিকেলে জেলা করোনা প্রতিরোধ কমিটির সঙ্গে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসানের ভার্চুয়ালি মিটিং-র পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার থেকে এক সপ্তাহের জন্য পৌর এলাকার ২, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডসহ হাসপাতাল চত্বর, পৌরবাজার এবং জিয়া বাজার যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, কুড়িগ্রাম জেলার জন্য দায়িত্বপ্রাপ্ত সচিব জিয়াউল হাসানের সাথে আলোচনার পর পৌরসভা এলাকার ২, ৩ ও ৭ ওয়ার্ডকে বেশি ঝুঁকিপূর্ণ বিবেচিত হওয়ায় এসব ওয়ার্ডসহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল এলাকা, পৌরবাজার ও জিয়াবাজারে চলাচলে বিশেষ বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়।

“এসব এলাকার সড়ক ব্লক করে দেওয়া হবে। বিশেষ প্রয়োজন ছাড়া যানবাহন চলাচল বন্ধ থাকবে।”

সিভিল সার্জন আরও জানান, কোভিড-১৯ পরীক্ষার পর এখন পর্যন্ত কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৩৩১ জন শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছে ২৫ জন। এখন পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৮ হাজার ৬০১ জনের।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, গত সপ্তাহ থেকে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। এ রোগীদের অধিকাংশই পৌরসভা এলাকার।

“সোমবার ২৯ জনের টেস্টে ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৩ জনই পৌলসভা এলাকার।”

বিধিনিষেধ আরোপ করা এলাকায় সার্বিক পরিস্থিতির উন্নয়নে পুলিশের বিশেষ টিমসহ মোবাইল টিম সহযোগিতা করবে।