গোপালগঞ্জে ‘ঘরের বেড়া কেটে’ শিশু চুরি

গোপালগঞ্জে ঘরের বেড়া কেটে  আড়াই বছরের এক শিশুকে চুরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2021, 10:37 AM
Updated : 14 June 2021, 10:37 AM

মুকসুদপুর থানার ওসি আবুবকর মিয়া জানান, রোববার রাত ২টার দিকে বাটিকামারী গ্রামে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চুরি হওয়া মনীষা নামের শিশুটি ওই গ্রামের প্রদীপ সরকারের মেয়ে।

মনীষার মা বীণা সরকার বলেন, “রাতে আমি ও আমার স্বামী খাটে মনীষাকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। অন্য খাটে আমার বড় মেয়ে শুয়ে ছিল।  রাত আনুমানিক ২টার দিকে ঘুম থেকে জেগে দেখি মনীষা নেই। পাটকাঠির বেড়ার দড়ির বান্ধন কেটে আমাদের সিন্দুক তছনছ করেছে। সেখানে সামান্য টাকা ও সোনার গয়না ছিল। এগুলো নিয়ে গেছে। এছাড়া একটি মোবাইল ফোন নিয়ে গেছে।”

একই রাতে তাদের প্রতিবেশী উজ্জ্বল মালোর ঘরেও সিঁধ কেটে এবং রণজিৎ সরকারের ঘরের পাটকাঠির বেড়া কেটে চুরি হয়েছে বলে তিনি জানান।

ওসি আবুবকর বলেন, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেছে। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে পুলিশ কথা বলেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চুরি হওয়া শিশুটি উদ্ধারে পুলিশ মাঠে নেমেছে।  এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।