ঝিনাইদহে কোভিড উপসর্গ নিয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ঝিনাইদহে করোনাভাইরাস উপসর্গে নিয়ে এক ব্যাংক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2021, 04:44 PM
Updated : 13 June 2021, 04:44 PM

রোববার দুপুরে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রয়াত মো. আরিফুল ইসলাম (৩৯) জনতা ব্যাংক শৈলকুপা শাখার ব্যবস্থাপক ছিলেন।

ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ থান জানান, আরিফুল ইসলাম ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার প্রয়াত রবিউল ইসলামের ছেলে।

“করোনা উপসর্গ নিয়ে তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে শনিবার ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে অবস্থার আরও অবনতি হলে যশোর হাসপাতালে ভর্তি করা হয়।”

দুপুর ১টার দিকে তিনি মারা যান জানিয়ে তিনি জানান, বিকালে স্বাস্থ্যবিধি মেনে ফাউন্ডেশনের তত্ত্বাবধানে শহরের কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এদিকে, ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় ১১৩ জনের নমুনা পরীক্ষার ৫১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শতকরা ৪৫ ভাগ। জেলায় করোনা সংক্রমণ বেড়ে চলেছে। 

“একদিন আগে শনিবার ৪১ জনের নমুনা পরীক্ষায় ৮ জন শনাক্ত হয়েছিল। ওই হিসাবে শনাক্তের হার ছিল ২০ শতাংশ।”