কোভিড: জামালপুরে কঠোর হল বিধিনিষেধ

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় রোববার সন্ধ্যা থেকে জামালপুর পৌর এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2021, 04:41 PM
Updated : 13 June 2021, 04:41 PM

রোববার সন্ধ্যা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে এ বিধিনিষেধ।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভিইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। তবে জরুরি প্রয়োজনীয় এবং ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখা যাবে।

হোটেল রেস্তোরাঁয় বসিয়ে খাবার বিক্রি করা যাবে না। জনসমাগম হয় এমন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না।

গণপরিবহন চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

এছাড়া করোনাভাইরাস আক্রান্তদের বাসস্থান লকডাউন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার সন্ধায় পৌরসভার কাচারীপাড়া, মুসলিমাবাদ, বাগেরহাটাসহ কয়েকটি এলাকায় করোনাভাইরাস আক্রান্তদের বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান সাংবাদিকদের জানান, জেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি জারির পর তা কার্যকর শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের লোকজন মাঠে কাজ করছে।

এ সময় স্বাস্থ্য বিভাগ ও সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।