ঝিনাইদহে অবৈধপথে ভারতফেরত সাতজন গ্রেপ্তার

ঝিনাইদহের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফেরার সময় সাতজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2021, 11:51 AM
Updated : 13 June 2021, 11:51 AM

রোববার সকাল ৮টার দিকে তাদের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরুলী গ্রামের হারান মল্লিকের ছেলে কালাম মল্লিক (৫০), তার স্ত্রী নাদিয়া বেগম (৪০), জিকুরুল মোল্লার স্ত্রী জোবাইদা বেগম (৩০), নাজমুল মোল্লার স্ত্রী মরিয়ম বেগম (৩০), সদর উপজেলার আকদিয়াচর গ্রামের বাসুদের গোলজারের স্ত্রী অমৃর্তা গোলজার (২৮), তার মেয়ে সুমিতা গোলজার (৫) এবং মানুষ পারাপারের দালাল মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের সালাউদ্দিন।

বিজিবির খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, গোপন সূত্রে খবর পেয়ে শ্যামকুড় বিওপির একটি টহল একাশিপাড়ার মাঠ থেকে তাদের আটক করে।

বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর ভারত-বাংলাদেশের মধ্যে বৈধপথেও যাত্রীদের যাতায়াত বন্ধ রয়েছে।