পটুয়াখালীতে শাশুড়ি খুন: জামাতা গ্রেপ্তার

পটুয়াখালীতে দায়ের কোপে শাশুড়ির মৃত্যুর পর মেয়ে জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2021, 11:31 AM
Updated : 13 June 2021, 11:31 AM

রোববার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যুর পর দুপুরে তার জামাইকে গ্রেপ্তার করা হয় বলে জানান দুমকি থানার ওসি।

নিহত মোমেনা বেগম (৫০) মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর মুরাদিয়া গ্রামের কাঞ্চন গাজীর স্ত্রী।

গ্রেপ্তার জামাল হোসেন চাঁদপুর জেলার কচুয়া এলাকার বাসিন্দা। তবে কাঞ্চন গাজীর মেয়ে শিল্পী বেগমের সাথে বিয়ের পর ১০ বছর ধরে শ্বশুরবাড়িতেই থাকতেন দিনমজুর জামাল। তাদের তিনটি সন্তান রয়েছে।

দুমকি থানার ওসি মেহেদী হাসান জানান, মেয়ে জামাইয়ের দায়ের কোপে গুরুতর আহত মোমেনা বেগম রোববার সকালে বরিশালে হাসপাতালে মারা যান। সেখানে ময়না তদন্ত শেষে মরদেহ গ্রামে নিয়ে আসা হবে।

এদিকে দুপুরে পুলিশ অভিযান চালিয়ে পাশের গ্রাম থেকে জামালকে গ্রেপ্তার করেছে বলেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে জামাল অসংলগ্ন আচরণ করছিলেন। গত রাত সাড়ে ১২টায় পারিবারিক কলহের জেরে জামাল তার শাশুড়ি মোমেলা বেগমকে দা দিয়ে কুপিয়ে জখম করে।

এরপর মোমেলা বেগমকে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।