পাবিপ্রবিতে রাতে পরীক্ষা নেওয়ার নোটিস, সমালোচনা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে পরীক্ষার সময় রেখে প্রকাশিত একটি সূচি নিয়ে সমালোচনা চলছে ফেইসবুকে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2021, 04:05 AM
Updated : 13 June 2021, 04:05 AM

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ বলছে, সূচিতে রাতের সময় উল্লেখ করা হয়েছে ‘ভুলক্রমে’। বিষয়টি সংশোধন করে নেওয়া হবে।

বিভাগের প্যাডে প্রকাশিত ওই নোটিসে ২০১৫-২০১৬ সেশনের চতুর্থ বর্ষ প্রথম সেমিস্টারের তত্ত্বীয় পরীক্ষার সূচি প্রকাশ করা হয় শনিবার।

২৩ জুন কোর্স নম্বর ইইই-৪১২১, ২৮ জুন ইইই-৪১৩৫, ৩ জুলাই ইইই-৪১০৯, ৭ জুলাই ইইই-৪১০১ এবং ১৩ জুলাই ইইই-৪১০৩ কোর্সের পরীক্ষা রাত সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত চলবে জানিয়ে সবাইকে উপস্থিত থাকতে বলা হয় নোটিসে।

ওই নোটিস পাওয়ার পর ‘পাবিপ্রবি ক্যাম্পাস আমাদের ক্যাম্পাস’ নামের একটি ফেইসবুক পেইজে শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে আপত্তি জানাতে শুরু করেন।

একজন শিক্ষার্থী সেখানে লেখেন, “বাহ তাহাজ্জুদের নামাজ পড়ে সবাই এক্সাম দিতে পারবে।” আরেকজন লেখেন, “চলছে সার্কাস”।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এই পরীক্ষা কমিটির সভাপতি দীপঙ্কর কুণ্ডর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি ভুলবশত; টাইপিং মিসটেক হয়েছে, সময় ঠিক করে দেওয়া হবে।”

এ বিষয়ে কথা বলেতে বিভাগের চেয়ারম্যান দিলীপ কুমার সরকারকে ফোন করা হলেও তিনি ধরেননি।

এর আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ গভীর রাতে শিক্ষার্থীদের ক্লাস নিয়ে আলোচনার জন্ম দেন।