ময়মনসিংহে স্ত্রী ও শ্যালিকাকে পাচার, গ্রেপ্তার ২

ময়মনসিংহে স্ত্রী ও শ্যালিকাকে পাচারের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2021, 11:35 AM
Updated : 12 June 2021, 11:35 AM

র‌্যাব ১৪-এর অধিনায়ক আবু নাঈম মো. তালাত জানান, ময়মনসিংহ ও গাজীপুরে অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বালিহাটা কান্দাবাড়ি গ্রামের রইজ উদ্দিনের ছেলে ইউসুফ মিয়া (২৬) ও নড়াইলের কালিয়া উপজেলার পেড়লি গ্রামের মসলেম শেখের ছেলে রাব্বিল শেখ (২৮)।

র‌্যাব কর্মকর্তা নাঈম বলেন, “সম্প্রতি ইউসুফ প্রেমের ফাঁদে ফেলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২২ বছরের এক তরুণীকে বিয়ে করেন। পরে স্ত্রী ও ১৯ বছর বয়সী শ্যালিকাকে ভারতে পাচার করেন। এ কাজে তাকে সহযোগিতা করেন রাব্বিল শেখ।”

র‌্যাব কর্মকর্তা বলেন, গত ৫ জুন অভিযোগ পাওয়ার পর র‌্যাব গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। ঘটনার সত্যতা পেয়ে প্রথমে ইউসুফকে তার বাড়ি থেকে, পরে রাব্বিলকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের কাছ থেকে দুই লাখ ২৪ হাজার টাকা, ক্রেডিট কার্ড ও কিছু স্বর্ণালংকার জব্দ করে র‌্যাব।

তিনি বলেন, “মানব পাচারকারী চক্রটি ৩৫ থেকে ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে দীর্ঘদিন ধরে নারী পাচার করে আসছে। চক্রের সব সদস্যকে গ্রেপ্তারের চেষ্টা করছে র‌্যাব।”