কোভিড: বাগেরহাটে আরও ৪ মৃত্যু

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 June 2021, 05:44 AM
Updated : 12 June 2021, 05:44 AM

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ঢেউ মিলে এ পর্যন্ত মোট ৫৫ জনের মৃত্যু হল।

মৃত চাজনের মধ্যে বাগেরহাট সদরের একজন, মোংলা উপজেলার দুইজন এবং মোরেলগঞ্জের একজন।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষায় নতুন করে আরও ছয়জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

হুমায়ুন কবির বলেন, “খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ২১টি নমুনা পরীক্ষায় তাদের করোনাভাইরাস শনাক্ত হয়। জেলায় সংক্রমণের হার ৩০ শতাংশের কম।

“তবে সবচেয়ে ঝুঁকিতে থাকা জেলার মোংলা উপজেলায় সরকারি ছুটির দিন শুক্রবার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়নি।”

এদিকে মোংলা উপজেলায় প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধ ঢিলেঢালাভাবে চলছে। মোংলা পৌরসভা এলাকায় দোকানপাট বন্ধ থাকলেও সাধারণ মানুষ নানা অজুহাতে বাইরে ঘোরাফেরা করছে।

আগামী ১৬ জুন পর্যন্ত এই বিধিনিষেধ চলবে।