শেরপুরে সীমানার বিরোধে হামলায় বৃদ্ধ নিহত, আটক ৯

শেরপুর সদরে জমির সীমানার বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছে; আহত হয়েছেন আরও দুই জন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2021, 11:39 AM
Updated : 11 June 2021, 11:39 AM

শুক্রবার সকালে উপজেলার হাওরা নিজ গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নাজিরুল ইসলাম বদন (৬৫) হাওড়া নিজ গ্রামের প্রয়াত চিনু শেখের ছেলে।

আহতরা হলেন নাজিরুল ইসলামের ছেলে মোশারফ হোসেন (৩৫) ও তাদের প্রতিবেশী আল আমিনের ছেলে মনির হোসেন (২৫)। তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নয় জনকে আটক করেছে। তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) বন্দে আলী জানান, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে হাওরা নিজ গ্রামের কৃষক নাজিরুল ইসলাম বদনের সঙ্গে প্রতিবেশী জমশেদ আলীর বিরোধ চলে আসছিল।

“শুক্রবার সকাল ৯টার দিকে বিরোধপূর্ণ সীমানায় গরুর গোবর ফেলা নিয়ে জমশেদ আলীর ছেলে তোরমান আলীর সঙ্গে নাজিরুল ইসলাম বদনের বাকবিতণ্ডা হয়।”

পরিদর্শক বন্দে আলী বলেন, এক পর্যায়ে কয়েকজন মিলে নাজিরুল ইসলাম বদনের ওপর হামলা চাললে ঘটনাস্থলে তিনি মারা যান। ওই সময় বাধা দিতে গিয়ে মোশারফ হোসেন ও মনির হোসেন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিদর্শক বন্দে আলী আরও বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নয় জনকে আটক করা হয়েছে।