সড়ক দুর্ঘটনায় উত্তরের পথে ৫ ঘণ্টা যানজট

টাঙ্গাইলে বৃষ্টি আর সড়ক দুর্ঘটনার কবলে পাঁচ ঘণ্টা যানজটের পর উত্তরের পথে ফের সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2021, 07:09 AM
Updated : 11 June 2021, 07:09 AM

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, এলেঙ্গার পুংলী থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটারে এই জট দেখা হয়।

বৃষ্টির মধ্যে একটি মাইক্রোবাস ও একটি ট্রাক দুর্ঘটনায় পড়লে গাড়ির জট লেগে যায় বলে জানান পুলিশ কর্মকর্তারা।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. হারুন অর রশিদ বলেন, রাতভর বৃষ্টি হয়েছে। তাছাড়া শুক্রবার ভোরের দিকে কালিহাতীর ধলাট্যাঙ্গর এলাকায় ঢাকামুখী এক মাইক্রোবাসের পেছনে একটা ট্রাক ধাক্কা দেয়। এতে মাইক্রোবাস বিকল হয়ে গেলে যানজট শুরু হয়। গাড়ির চাপে প্রায় ১৬ কিলোমিটার সড়কে থেমে থেমে জট দেখা হয়। প্রায় পাঁচ ঘণ্টার জট শেষে শুক্রবার সকাল ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান পরিদর্শক মো. হারুন অর রশিদ।