চাঁদপুরে নিখোঁজ দুই নৌ-শ্রমিকের মরদেহ উদ্ধার

চাঁদপুরে মেঘনা নদীতে নৌকাডুবির ১১ ঘণ্টা পর নিখোঁজ দুই নৌযান শ্রমিকের মরদেহ পাওয়া গেছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2021, 04:20 PM
Updated : 10 June 2021, 04:20 PM

বৃহস্পতিবার বিকাল ৩টায় মতলব উত্তর উপজেলার মোহনপুর দশ আনি ঘাট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড ডুবুরি দল।

তবে উদ্ধার কাজে নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডবুরিরাও অংশ নেন।

নিহতরা হলেন বরগুনার তালতলী উপজেলার পশ্চিম জারাখী গ্রামের মো. জাহাঙ্গীর হাওলাদারের ছেলে মো. মিজানুর রহমান হাওলাদার ও একই গ্রামের সালাম শিকদারের ছেলে মো. সাজু শিকদার (২৩)।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম সাদিক হোসেন বলেন, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মোহনপুর দশআনি ঘাট সংলগ্ন এলাকায় এম ভি মক্কা মদিনা-৩ নামে বালুভরতি বাল্কহেড নোঙর থাকা অবস্থায় চার নৌ-শ্রমিকসহ ডুবে যায়।

এর মধ্যে মহিউদ্দিন ও মো. নাঈম সিকদার নামে দুই জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও অপর দুই জন ডুবে যান।

দুর্ঘটনার বিবরণ দিয়ে কমান্ডার এম সাদিক হোসেন বলেন, বাল্কহেডটি ঘটনাস্থলে নোঙর করা ছিল। কী কারণে তা ডুবেছে তার কারণ জানা যায়নি। ডুবে যাওয়ার সময় দুইজন শ্রমিক উপরে থাকায় তারা সাঁতার কেটে উপরে উঠতে সক্ষম হয়। কিন্তু বাল্কহেডের ইঞ্জিন রুমে থাকা দুই শ্রমিক উঠতে পারেননি।

“সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কোস্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালায়।”

আইন প্রক্রিয়া শেষে লাশগুলো স্বজনের কাছে হস্তান্তর করা হবে।