টাঙ্গাইলে শেখ হাসিনা সেতুর পাশে ধস

দুই দিনের ভারি বর্ষণের মধ্যে টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীর উপর শেখ হাসিনা সেতু সংলগ্ন সড়কের এক পাশে ধসে পড়েছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2021, 12:47 PM
Updated : 10 June 2021, 12:47 PM

বৃহস্পতিবার নাগরপুর-মির্জাপুর ভায়া মোকনা সড়কে এই সেতু সরেজমিনে দেখা যায়, সেতুর পূর্ব পাশে শেষাংশ থেকে নির্মিত এপ্রোচ সড়কের শুরুতে বেশ কিছুটা ধসে গেছে। এতে করে সড়কের এক পাশে বড় গর্তের সৃষ্টি হয়। সড়কের গাইড ওয়ালের ব্লক সরে গিয়ে মাটি ধসে গেছে।

প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু ২০১৭ সালে উদ্বোধন করা হয়। এর মধ্যেই সেতুর উপর গর্তের সৃষ্টি হয়েছে।

এই সড়কে চলাচলকারী বাসচালক সাইফুল ইসলাম বলেন, দ্রুত সেতু ও এর এপ্রোচ সড়কের সংস্কার প্রয়োজন। তা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এই ব্যাপারে টাঙ্গাইল সড়ক ও জনপথের উপ সহকারী প্রকৌশলী এস এম আলামিন সাংবাদিকদের বলেন, “কেদারপুর শেখ হাসিনা সেতুর উপরিভাগের গর্ত ও এর এপ্রোচ সড়কে ধসের বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে সেখানে কাজ শুরু করে দিয়েছি। সেখানে স্থায়ীভাবে গাইড ওয়াল মেরামত করছি যাতে বৃষ্টির পানি লিক করতে না পারে।”

আর সেতুর উপরিভাগের গর্তগুলো মেরামত করে দেওয়া হবে বলেও তিনি জানান।