খুলনার কোভিড ইউনিটে শয্যার অভাবে রোগী ভর্তি বন্ধ

খুলনা জেলায় কোভিড-১৯ চিকিৎসার একমাত্র সরকারি জায়গা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যার অভাবে রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2021, 10:48 AM
Updated : 10 June 2021, 02:48 PM

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ও কোভিড ইউনিটের ফোকাল পারসন সুহাস রঞ্জন হালদার জানান, তাদের কোভিড ইউনিটে মোট ১০০টি শয্যা রয়েছে। সেখানে ইতোমধ্যেই ১৩০ জনকে ভর্তি করা হয়েছে। এ কারণে নতুন রোগী ভর্তি স্থগিত করেছে কর্তৃপক্ষ। শয্যা খালি হলে আবার রোগী ভর্তি করা হবে।

সুহাস বলেন, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আক্রান্ত ছিলেন দুইজন। অন্যজন পরীক্ষার আগে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোগীদের মধ্যে ৫৫ জন সাধারণ শয্যায়, ২৯ জন ইয়োলো জোনে, ১২ জন আইসিইউতে এবং ৩০ জন এইচডিইউতে আছেন বলে তিনি জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ভর্তি করা হয়েছে ৫০ জনকে। একই সময়ে সুস্থ হয়ে ফিরে গেছেন ৪৭ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা গত ২৪ ঘণ্টার তথ্য দিয়ে বলেন, এ সময়ের মধ্যে বিভাগে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ৫৭৮ জন, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।

বিভাগে এ পর্যন্ত মোট ৩৮ হাজার শনাক্ত এবং ৬৯৫ জনের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ সতর্ক করে বলেন, “সচেতনতার অভাব ও স্বাস্থ্যবিধি না মানার কারণে খুলনার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।”