মোংলায় আরও বেড়েছে শনাক্তের হার

বাগেরহাটের বন্দর উপজেলা মোংলায় শনাক্তের হার আরও বেড়ে ৬৮ শতাংশ হয়েছে।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 June 2021, 06:04 AM
Updated : 10 June 2021, 06:22 AM

এখনও জনসচেতনতার অভাব থাকায় সংক্রমণের হার আরও বাড়ার আশংকা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ও করোনাভাইরাস তথ্য কর্মকর্তা সুব্রত দাস বলেন, “বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পাওয়া পরীক্ষা প্রতিবেদন অনুযায়ী মোংলা উপজেলায় শনাক্তের হার ৬৮ শতাংশ, যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় ১০ শতাংশ বেশি।”

জেলার অন্যান্য উপজেলায়ও সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সুব্রত দাস বলেন, একই সময়ে জেলায় ১৫৫ জনের পরীক্ষায় ৬১ জনের পজিটিভ এসেছে। শনাক্তের হার ৩৯ শতাংশ।

সংক্রমণের হার নিয়ে চিকিৎসকরা উদ্বেগ জানালেও মানুষের মধ্যে সচেতনতা নেই। জনসমাগমের কেন্দ্রস্থল হাট-বাজারগুলোয় আসা ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। তারা না পরছে মুখে মাস্ক না মানছে শারীরিক দূরত্ব। এতে সংক্রমণের হার আরও বাড়বে বলে ধারণা করছে স্বাস্থ্য বিভাগ।

জেলার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় প্রশাসনের বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। গত ৩০ মে থেকে মোংলায় কঠোর বিধিনিষেধ চলমান রয়েছে।

বাগেরহাটের ডিসি মোহাম্মদ আজিজুর রহমান বলেন, সব উপজেলাতেই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।  তবে মোংলায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। গত ১৫ দিন ধরে উর্ধ্বমুখী। এ কারণে মোংলায় আগামী ১৬ জুন পর্যন্ত চলমান বিধিনিষেধ বাড়ানো হয়েছে। সক্রিয় রয়েছে ভ্রাম্যমাণ আদালতসহ আইন-শৃঙ্খলা বাহিনী।