হনুমান-কুকুরে ‘বন্ধুত্ব’

যশোরের মণিরামপুরে হনুমান ও কুকুরের ঘনিষ্ঠতায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2021, 04:40 PM
Updated : 9 June 2021, 04:51 PM

উপজেলার ঝাঁপা ইউনিয়নের কোমলপুর গ্রামে বিবেকানন্দ বিশ্বাসের বাড়িতে এই দুই প্রাণীর সহাবস্থান দেখতে প্রতিদিন বহু মানুষ ভিড় করছে।

বিবেকানন্দ বিশ্বাস জানান, তাদের বাড়িতে গত তিন মাস ধরে হনুমানটি আস্তানা গেড়েছে। এখানে এক কুকুরের সঙ্গে হনুমানটির বন্ধুত্ব গড়ে উঠেছে।

“তারা একসঙ্গে থাকা-খাওয়া ও খেলা করছে। দৌড়ঝাঁপ করছে। একে অপরকে আদর করছে। কেউ কাউকে আক্রমণ করছে না।”

উৎসুক মানুষ তাদের দেখতে এসে পাউরুটিসহ বিভিন্ন খাবার দিচ্ছে।

হনুমান ও কুকুরটিকে নিয়মিত খাবার দেন বলে জানান বিবেকানন্দ বিশ্বাসের স্ত্রী অঞ্জনা বিশ্বাস। 

মনিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুজার সিদ্দিকী বলেন, কেশবপুরের হনুমান খাদ্যের অভাবে এই এলাকায় চলে এসেছে।

তিনি বলেন, “হনুমান ও কুকুর যদি কেউ কাউকে আক্রমণ করে তাতে ক্ষত হলে কোনো প্রতিক্রিয়া হবে না। কারণ এই দুই প্রাণী একই জীবাণু বহন করে থাকে।”