কোভিড-১৯: একদিনে নওগাঁর তিন জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে নওগাঁর তিন জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৩৬ জন।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2021, 01:21 PM
Updated : 8 June 2021, 01:21 PM

সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে নওগাঁয় এক সপ্তাহের লকডাউন চলছে। মঙ্গলবার লকডাউনের ৬ষ্ঠ দিন।

মৃত তিন জন হলেন আব্দুল গফুর (৬৫), শেফালী খাতুন (৬৫) ও সাইফুদ্দিন আহমেদ (৭০)।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনজুর এ মোর্শেদ জানান, পত্নীতলা উপজেলার যাদুবাটি গ্রামের আদুল কাউয়ুমের ছেলে আব্দুল গফুর নিজ বাড়িতে মারা যান সোমবার মধ্যরাতে।

মান্দার নুরুল্ল্যাবাদ গ্রামের আতাউর রহমানের স্ত্রী শেফালী খাতুন মারা যান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার গভীর রাতে।

ধামইরহাট উপজেলার শংকরপুর গ্রামের কছিম উদ্দিনের ছেলে সাইফুদ্দিন মারা যান সোমবার রাতে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

ডা. মুনজুর এ মোর্শেদ জানান, সোমবার রাতে পাওয়া আরটিপিসিআর ল্যাবের দুইটি নমুনার রিপোর্ট এসছে। এরমধ্যে দুই জনই আক্রান্ত হয়েছে। এছাড়া জেলায় ৪৭২ জনের এন্টিজেন করোনা নমুনা পরীক্ষায় ৩৪ জন পজিটিভ শনাক্ত হয়েছে। এই হিসাবে গত ২৪ ঘণ্টায় ষনাক্তের হার ৭ দশমিক ৬২ শতাংশ।

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় মোট আক্রান্তে সংখ্যা ২ হাজার ৫৪০। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৮৮ জন। মৃত্যুবরণ করেছেন ৪৯ জন। বর্তমানে হোমকোয়ারেন্টিনে আছেন ১২৯৯ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১২ জন ও আইসোলেশনে আছেন ২০ জন।

ঈদের পর থেকে সীমান্ত জেলা নওগাঁয় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বুধবার দুপুরে জেলা প্রশাসক হারুন অর লশিদ প্রেস ব্রিফিং করেন। এতে গত বৃহস্পতিবার [৩ জুন] থেকে আগামী ৯ জুন রাত ১২টা পর্যন্ত নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় লকডাউন ঘোষণা করেন।