নাটোর ও সিংড়া শহরে ৭ দিনের লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোর ও সিংড়া পৌরশহরে সাতদিনের `কঠোর লকডাউনের’ ঘোষণা দিয়েছে প্রশাসন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2021, 12:05 PM
Updated : 8 June 2021, 12:11 PM

বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী সাতদিন এ লকডাউন কার্যকর থাকবে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান।

সোমবার রাতে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়।

লকডাউন কার্যকর করতে মঙ্গলবার বেলা ৩টা থেকে উভয় শহরে প্রচারণা শুরু হয়েছে।

জেলা প্রশাসক বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পাওয়ায় নাটোর ও সিংড়া পৌরশহরে কঠোর লকডাউন আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“এ সময় শহরবাসীকে ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে। মহাসড়ক ছাড়া শহরের সব রাস্তায় সব ধরনের পরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি সেবা ও পণ্যবাহী পরিবহন চলতে পারবে। জরুরি কাজে কেউ বের হতে চাইলে তাকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে।”

ভার্চুয়াল এই সভায় আইসিটি প্রতিমন্ত্রী ও নাটোর-৩ আসনের সাংসদ জুনাইদ আহমেদসহ অন্যান্য সাংসদ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, প্রশাসনিক কর্মকর্তারা ও সাংবাদিকরা যুক্ত ছিলেন।

সভায় জুনাইদ আহমেদ বলেন, “করোনার ডেল্টা ভেরিয়েন্ট সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি আমাদের এ অঞ্চলেও কমিউনিটি ট্রান্সমিশন করছে। ফলে মানুষের জীবন বাঁচাতে আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হচ্ছে। এ জন্য কঠোর লকডাউন আরোপ করা হল।”

সবাই লকডাউন মেনে চললে সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে বলে তিনি মত দেন।