সিলেটে ভূমিকম্পে ফাটল ধরা স্কুলভবন পরিত্যক্ত

সিলেটে ভূমিকম্পে রাজা গিরিশচন্দ্র স্কুলের ফাটল ধরা ভবন পরিত্যক্ত ঘোষণা করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2021, 10:28 AM
Updated : 8 June 2021, 10:28 AM

অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার পরিদর্শনের পর এই ঘোষণা দেয়।

নজরুল হাকিম বলেন, সোমবার সন্ধ্যায় দুই দফা ভূমিকম্পে দুই তলা ভবনটির বেশ কিছু জায়গায় ফাটল ধরেছে। নিরাপত্তার কথা বিবেচনা করে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

শ্রেণিকক্ষের চাহিদা মেটাতে এখানে একটি ছয় তলা নতুন ভবন নির্মাণ করা হবে জানিয়ে তিনি বলেন, বর্তমানে স্কুলটির জন্য একতলা একটি ভবনের বাজেট বরাদ্দ আছে। বরাদ্দ বাড়িয়ে ছয় তলায় উন্নীত করা হবে।

সোমবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে এবং ৬টা ৩০ মিনিটে দুই দফা ভূমিকম্প হয় সিলেটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৮, যাতে সিলেট শহরের বন্দরবাজার এলাকার এই ভবনে ফাটল দেখা দেয়।

খবর পেয়ে পরিদর্শন করেন সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী।

এর আগে গত ২৯ মে সকাল ১০টা থেকে বেলা ২টার মধ্যে চারবার এবং পরদিন ভোরে আবার ভূমিকম্প হয় সিলেটে।

সে সময় বিশেষজ্ঞরা ১০ দিন সতর্ক থাকার পরামর্শ দেন। আর নয় দিনের মধ্যে সোমবার ফের দুইবার ভূমিকম্প হল সিলেটে।

২৯ মে ভূমিকম্পের পর ঝুঁকিপূর্ণ ২৪ ভবন চিহ্নি করে ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। সেই ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল ছিল সিলেটের জৈন্তাপুর এলাকায়। আর সোমবার দুই দফা ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর এলাকায়।