কুমিল্লায় ধসে পড়ল কোল্ড স্টোরেজ

কুমিল্লার বুড়িচং উপজেলায় মোকাম কোল্ড স্টোরেজ নামে একটি ‘পরিত্যক্ত ঘোষিত’ ভবন হঠাৎ করে ধসে পড়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2021, 09:54 AM
Updated : 8 June 2021, 09:54 AM

স্টোরেজটিতে ‘প্রায় ৭০ হাজার মণ আলু’ ছিল এবং ধসে পড়ায় পাশের খামারের ‘আটটি গরু মারা গেছে’ বলে স্টোরেজের মালিক জানিয়েছেন।

জেলা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আলী আজম বলেন, মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা বাজারের এই স্টোরেজটি ধসে যায়।  খবর পেয়ে কুমিল্লা সদর ও চান্দিনাসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, “মোকাম কোল্ড স্টোরেজ নামের চারতলা ভবনটি প্রায় ৫০ বছরের পুরনো বলে জানিয়েছেন স্থানীয়রা। আমরা এখন উদ্ধারকাজ চালাচ্ছি। পাশের খামারের জীবিত গরুগুলো ইতোমধ্যেই নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।”

ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল বলে জানিয়েছেন মোকাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক মুন্সী।

তিনি বলেন, “ভবনটি স্বাধীনতা যুদ্ধের সময়কার। প্রকৌশলীরা বহু আগে পরিত্যক্ত ঘোষণা করেছেন। তবু ভবনের মালিক ভাড়া দিয়েছেন। ফলে এমন ক্ষয়ক্ষতি হয়েছে।”

ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে চেয়ারম্যান বা ফায়ার সার্ভিস কর্মকর্তা আলী আজম নির্দিষ্ট কোনো তথ্য বলতে পারেননি।

কোল্ড স্টোরেজের ভাড়াটিয়া মালিক ফরহাদ হোসেন বলেন, “স্টোরেজটিতে প্রায় ৭০ হাজার মণ আলু রয়েছে। আলুগুলো উদ্ধার করা যাবে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না। স্টোরেজের পাশে গরুর খামার রয়েছে। খামারের আটটি গরু মারা গেছে।”