কোভিড: সাতক্ষীরায় উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১০০ ছাড়াল

সাতক্ষীরায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2021, 07:03 AM
Updated : 8 June 2021, 07:08 AM

মঙ্গলবার কয়েক ঘণ্টার ব্যাবধানে জেলা সদর ও জেলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয় বলে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান।

এর আগে সোমবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৭ জনের পরীক্ষা করে ১০৩ জনের করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৮৯ জনে দাঁড়াল।

সিভিল সার্জন বলেন, “সাতক্ষীরা এখন করোনাভাইরাসের ‘হটস্পট’ হয়ে উঠেছে। ঈদ পরবর্তী সংক্রমণ বৃদ্ধির যে শঙ্কা ছিল, সেটিই এখন সত্যি হয়েছে।

“ইতোমধ্যে সাতক্ষীরা জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪৮ আর উপসর্গ নিয়ে আরও ২৩১ জন মারা গেছেন।”

সিভিল সার্জন জানান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১২০ শয্যার করোনাভাইরাস ইউনিট রয়েছে। পাশাপাশি আট শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং আট শয্যার হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ), কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা ও হাই ফ্লো নাসাল ক্যানুলা (এইচএফএনসি) রয়েছে।

একইভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে রয়েছে ৪০ শয্যার করোনা ইউনিট। কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা চালুর কাজ চলছে। বড় ২৮টি ও ছোট ৭৪টি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা রয়েছে। তবে হাই ফ্লো নাসাল ক্যানুলাও ভেন্টিলেশন নেই।