বান্দরবানে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্কুলের দুই ছাত্রের মৃত্যু

বান্দরবানে ‘খেলতে গিয়ে পানি নিষ্কাশনের পাইপের ভেতরে পড়ে’ দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2021, 04:43 PM
Updated : 7 June 2021, 04:43 PM

সোমবার সকালে লামা উপজেলার সরই ইউনিয়নে কোয়ান্টাম স্কুল এন্ড কলেজে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ।

প্রয়াতরা হল, আব্দুল কাদের জিলানী (১২) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চকবহরম এলাকার মো. রজব আলীর ছেলে এবং মো. শ্রেয় মুস্তাফিজ (১১) ঠাঁকুরগাও জেলার সদর উপজেলার হাজী পাড়ার বুলবুল মোস্তাফিজের ছেলে। তারা কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালিত ওই শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্কুল কৃর্তপক্ষের বরাত দিয়ে লামা থানার ওসি মো. আলমগীর জানান, সকালে বৃষ্টি শুরু মধ্যে ছাত্ররা মাঠে খেলতে বের হয়। খেলার কোনো এক ফাঁকে ওই দুই ছাত্র পানি নিষ্কাশনের পাইপের গর্তের ভেতর পড়ে যায়। এরপর পাইপের ভেতর দিয়ে ভেসে পুলু খালে গিয়ে পড়ে তারা।

ছাত্ররা ঘটনাটি কর্তৃপক্ষকে জানানোর পর তাদের উদ্ধার করে চট্টগ্রামের লোহাগাড়া পদুয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে পরিবারে কাছে লাশ হস্তান্তর করা হবে জানিয়েছে ওসি।