নওগাঁয় ‘বজ্রপাতের আতঙ্কে’ কিশোরের মৃত্যু

নওগাঁয় ‘বজ্রপাতে আতঙ্কিত হয়ে গাছ থেকে পড়ে’ এক কিশোরের মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2021, 01:55 PM
Updated : 7 June 2021, 01:55 PM

সোমবার বিকেল ৩টার দিকে সাপাহার উপজেলার সদরের শাহাবাজপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী (১৪) পোরশা উপজেলার কোচপুর (তলাপাড়া) গ্র্রামের আব্দুল মজিদের ছেলে। সে সাপাহারের শাহাবাজপুরে এক মাদ্রাসার পঞ্চমশ্রেণির ছাত্র ছিল।

সাপাহারউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মরদেহের সুরতহাল রিপোর্ট করার সময় সাপাহার থানার পুলিশ উপ-পরিদর্শক মানিক জানান, প্রাথমিক অবস্থায় নিহত কিশোরের দেহে কোনো ঝলসানোর চিহ্ন পাওয়া যায়নি।

নিহতের আত্মীয়রা জানান, ঘটনার সময় হোসাইন তার নানা বাড়ি শাহাবাজপুর গ্রামে আরও কয়েকজনের সাথে গাছে উঠে জাম পাড়ছিল। এমন সময় বজ্রপাতে পাশের এক গাছ ভেঙে পড়ে। এতে ভয় পেয়ে গাছ থেকে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় ওই কিশোর।

তাকে উদ্ধার করে সাপাহার সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে সাপাহার থানার ওসি তারেকুর রহমান সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় তখনও থানায় কোনো অপমৃত্যুর মামলা হয়নি।