বজ্রপাত: দিনাজপুর ও মাদারীপু‌রে তিনজনের মৃত্যু

দিনাজপুর ও মাদারীপুর জেলায় বজ্রপাতে দুই বোন এবং এক তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মাদারীপুর প্রতিনিধিদিনাজপুর ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2021, 01:38 PM
Updated : 7 June 2021, 01:38 PM

সোমবার বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নের লোহাকড়া গ্রামে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই বোনের মৃত্যু হয়েছে। আর মাদারীপুরে এক তরুণের মৃত্যু হয়।

নিহত মহসিনা (১২) ও আফসানা (১০) দিনাজপুরের লোহাকড়া গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে এবং নিহত রাকিব শেখ (১৮) মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি  ইউনিয়নের দোতারা এলাকার জহিরুদ্দিন শেখের ছেলে।

দিনাজপুরের বোয়ালদার ইউনিয়নের ইউপি সদস্য শামসুদ্দিন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে মফিজ উদ্দিনের দুই মেয়ে বাড়ির পাশে আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়ে তারা।

পরিবারের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে বলেন তিনি।

অন্যদিকে, মাদারীপুরের শিবচরের কাঠালবাড়ি ইউনিয়নে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে রাকিব শেখ নামের এক তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মাদারীপুরের শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, দুপুরে রাকিব স্থানীয় বাংলাবাজার ঘাটে যায়। সেখানে কাজ শেষে তিনি বৃষ্টির মধ্যে বাড়ি ফেরেন।

বাড়ির উঠানে পৌঁছানোর পর বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিকেলে বজ্রপাতে মারা যাওয়া রাকিব শেখের মরদেহ তার বাড়িতে আছে বলেন ওসি।