পুকুর ভরাটের সময় ‘বালুর নিচে’ শিশু নিখোঁজ

পাবনার বেড়া উপজেলায় একটি পুকুর ভরাটের সময় ‘বালুচাপা পড়ে’ এক শিশু নিখোঁজ হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2021, 12:17 PM
Updated : 7 June 2021, 12:17 PM

পেঁচাকোলা গ্রামে সোমবার সকালে এই ঘটনা ঘটে বলে বেড়া থানার ওসি অরবিন্দ সরকার জানিয়েছেন। 

নিহত আসাদুল্লাহ (৭) হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের আজম আলীর ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি অরবিন্দ সরকার জানান, আসাদুল্লাহর বাড়ির পাশে একটি পুকুরে ড্রেজারের সাহায্যে বালু ফেলে ভরাটের কাজ চলছিল। সকাল ৯টার দিকে আরেক শিশুসহ এই পুকুর ভরাট কাজ দেখছিল আসাদুল্লাহ।

“এক পর্যায়ে পা পিছলে গর্তে পড়ে গিয়ে আসাদুল্লাহ বালুর নিচে চাপা পড়ে এবং নিখোঁজ হয়ে যায়।”

এলাকাবাসী খোঁজ করেও শিশুটিকে না পেয়ে পুলিশে খবর দেয়।

ওসি আরও জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী ও পুলিশের উপস্থিতিতে ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করেছে। বালু তোলা ড্রেজারটি জব্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নে এক প্রভাবশালী ব্যক্তির তত্ত্বাবধানে একটি চক্র নদী থেকে ‘অবৈধভাবে’ বালু উত্তোলন করে আসছে।  

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী বলেন, “অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান করা হয়। অনেক সময় প্রশাসনের চোখ এড়িয়ে তারা বালু তোলে।”

এখানে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।