কোভিড-১৯: নওগাঁয় এক সপ্তাহে শনাক্ত ১৫ শতাংশ

নওগাঁয় এক সপ্তাহে মোট নমুনা পরীক্ষার বিপরীতে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে ১৫ শতাংশ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2021, 03:09 PM
Updated : 6 June 2021, 03:27 PM

গত ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত পরীক্ষায় এই ফলাফল আসে বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনজুর এ মোর্শেদ জানান, গত ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত মোট এক হাজার ৮৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়; করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২৮৪ জনের।

এই হিসাবে এক সপ্তাহে সংক্রমণের হার দাঁড়ায় ১৫ দশমিক ০৩ শতাংশ।

এই সময়ে পাঁচ জন মারা গেছে বলে জানান ডেপুটি সিভিল সার্জন।

ডা. মুনজুর এ মোর্শেদ জানান, গত তিন দিন ধরে নওগাঁ থেকে পাঠানো করোনা নমুনার আরটিপিসিআর ল্যাবের রিপোর্ট আসেনি। এই অবস্থায় সংক্রমণের হার জানতে রোববার নওগাঁ সদর হাসপাতাল, জেলা স্কুলসহ ১১ উপজেলায় একযোগে ১১০৮ জনের র‌্যাপিড এন্টিজেন টেস্ট করা হয়। এতে ৯৫ জনের করোনা পজিটিভ এসেছে। এই হিসাবে সংক্রমণের হার দাঁড়ায় ৮.৫৭ শতাংশ।

ডেপুটি সিভিল সার্জন জানান, জেলায় মোট আক্রান্ত তিন হাজার ৪৪৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৩৪৮ জন। মৃত্যুবরণ করেছেন ৪৫ জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ২৩২ জন; প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নয় জন এবং আইসোলেশনে আছেন ১৫ জন।

ঈদের পর থেকে সীমান্ত জেলা নওগাঁয় করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসক হারুন অর লশিদ তার সন্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং করেন। সেখানে গত বৃহস্পতিবার [৩ জুন] থেকে ৯ জুন রাত ১২টা পর্যন্ত নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় লকডাউন ঘোষণা করা হয়।