পঞ্চগড়ে বাসের ধাক্কায় খাদ্যগুদাম কর্মকর্তা নিহত

পঞ্চগড়ের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খাদ্য বিভাগের এক কর্মকর্তা মারা গেছেন।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2021, 11:32 AM
Updated : 6 June 2021, 11:32 AM

রোববার দুপুরে বোদা উপজেলার মন্নাপাড়া এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুবল কুমার সরকার (৫০) পঞ্চগড় সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ওসি এলএসডি ছিলেন। তিনি ঠাকুরগাঁও জেলার দক্ষিণ বঠিনা ফারাবাডড়ি এলাকার নরেশ চন্দ্র সরকারের ছেলে।

বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, সুবল কুমার সরকার ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলে পঞ্চগড়ে তার কর্মস্থলে যাচ্ছিলেন।

মন্নাপাড়া এলাকায় পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাসটিকে আটক করা হলেও ঘটনার পরই বাসের চালক ও সহকারী পালিয়ে যায়। এ নিয়ে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ময়না তদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেন তিনি।

সুবল কুমার সরকার প্রায় এক মাস আগে পঞ্চগড় সদর উপজেলা খাদ্যগুদামে যোগ দিয়েছিলেন। দুর্ঘটনার পর জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহম্মদ ইউসুফ আলীসহ প্রশাসন এবং খাদ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।