হল থেকে গণরুম বিলুপ্তি করা, অছাত্রদের বের করা ও মিনি গণরুমে অবস্থান করা বৈধ ছাত্রদের আসন নিশ্চিত করা- এই তিন দাবিতে অবস্থান করছেন তিনি।
শুক্রবার বিকালে টিকলিরচর ও পাঁচরশিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুন্দরপুর ইউনিয়নের পাঁচরশিয়া গ্রামের মোহাম্মদ রানার স্ত্রী এনি (২৫), তার ছেলে নূর মোহাম্মদ (৫) এবং চরবাগডাঙ্গা ইউনিয়নের টিকলিরচরর গ্রামের আব্দুল মতিনের ছেলে ইয়াসিন আরাফাত (১০)।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম জানান, বিকাল ৫টার দিকে পাঁচরশিয়া গ্রামে এনি ও তার ছেলে নূর মোহাম্মদ বৃষ্টির সময় বাড়ির কাছে একটি আম বাগানে আম কুড়াচ্ছিলেন। এ সময়
বজ্রপাত হলে ঘটনাস্থলে তারা মারা যান।
এদিকে টিকলিরচর গ্রামের ইয়াসিন আরাফাত বিকাল ৫টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়াতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তিনি মারা যান।