কোভিড-১৯: চুয়াডাঙ্গায় একদিনে রেকর্ড ৫১ জন শনাক্ত

সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার নতুন ৫১ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন, যা একদিনে সর্বোচ্চ।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2021, 04:33 AM
Updated : 4 June 2021, 05:24 AM

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, বৃহস্পতিবার পাওয়া প্রতিবেদন অনুযায়ী ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৫১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

অর্থাৎ, বৃহস্পতিবার যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের এক-চতুর্থাংশের বেশি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

নতুন শনাক্ত ৫১ জনের মধ্যে সদর উপজেলায় ১৩ জন, আলমডাঙ্গায় একজন ও দামুড়হুদা উপজেলায় ৩৭ জন বসবাস করেন।

সিভিল সার্জন জানান, দামুড়হুদা উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রামগুলোতে শনাক্তের হার বেড়ে গেছে। এজন্য সীমান্তবর্তী সাতটি গ্রামের মানুষের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত দুই হাজার ৯১ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৮২০ জন। মারা গেছেন ৬৮ জন।