মহেশপুর সীমান্তে বাওলী গ্রাম ৭ দিনের লকডাউনে

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্তবর্তী বাওলী গ্রামে সাতদিন লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

ঝিনাইদহ  প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2021, 08:32 AM
Updated : 3 June 2021, 08:32 AM

বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধে কমিটির এক সভায় জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, সন্ধ্যা থেকে এ লকডাউন কার্যকর হবে।

এছাড়া উপজেলার সীমান্তবর্তী ছয় ইউনিয়নে চলাচলে ১৫ দিনের বিধিনিষেধ আরোপ করার সিদ্ধান্ত হয়েছে সভায়।

ইউনিয়নগুলো হল- স্বরূপপুর, নেপা, কাজীরবেড়, শ্যামকুড়, বাঁবাড়িয়া ও যাদবপুর।  

মজিবর বলেন, সীমান্ত এলাকায় সংক্রমণ প্রতিরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে বাওলী গ্রামে ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

“বিধিনিষেধ আরোপ করা ইউনয়ন গুলোতে প্রতিদিন সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত মানুষ চলাচল বন্ধ থাকবে। এ সময় দোকান পাট বন্ধ থাকবে। এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”

বিধিনিষেধ অমান্যকারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

সভায় বিজিবির ৫৮ ব্যাটালিয়নের পরিচালক, ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ঝিনাইদহের পৌর মেয়র, সিভিল সার্জনসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।