চুয়াডাঙ্গার সীমান্তের সাত গ্রামে চলাচলে বিধিনিষেধ

চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী সাতটি গ্রামে চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2021, 04:56 PM
Updated : 2 June 2021, 04:56 PM

এসব গ্রামে স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

গ্রামগুলো হচ্ছে শিবনগর, হরিরামপুর, পীরপুরকুল্লা, মুন্সীপুর, কুতুবপুর, জাহাজপোতা এবং ছাত্রপাড়া গ্রাম।

এদিকে এসব গ্রামের বাসিন্দাদের অ্যান্টিজেন পরীক্ষা করা চলছে।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল বলেন, বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অ্যান্টিজেন পরীক্ষায় ১২২ জনের মধ্যে ১৮ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা বলেন, দামুড়হুদার সীমান্তবর্তী সাতটি গ্রামে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। ওইসব গ্রামের মানুষদের চলাচল সীমিত করতে বলা হয়েছে।

“স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে ব্যারিকেডও দেওয়া হয়েছে।”

বাড়িতে থাকায় কারো খাদ্য ও ওষুধ সংকট হলে লে তাকে খাদ্য ও ওষুধ সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

ভারতে ব্যাপকভাবে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া এবং এ ভাইরাসের সেদেশে পাওয়া ধরনটির শঙ্কায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।