কোভিড-১৯: নওগাঁয় সংক্রমণের হার ৩৪ শতাংশ

সীমান্তের জেলাগুলোয় করোনাভাইরাসের ভারতে উদ্ভূত ধরনের সংক্রমণ উদ্বেগের মধ্যে নওগাঁয় একদিনে ৬৭ জন আক্রান্ত হয়েছে; যাতে সংক্রমণের হার দাঁড়ায় ৩৪ শতাংশের বেশি।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2021, 04:29 PM
Updated : 1 June 2021, 04:29 PM

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় মজুদ শেষ হওয়ায় করোনাভাইরাসের টিকার যাওয়ায় টিকা প্রদান স্থগিত করা হয়েছে। প্রথম ডোজ টিকা নিয়েছেন ১ লাখ ৫৮৭ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৮ হাজার ২৫২ জন।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনজুর এ মোর্শেদ বলেন, গত তিন দিন ধরে টিকা প্রদান স্থগিত রয়েছে। টিকা পাওয়া গেলে আবার দেওয়া শুরু করা হবে।

এদিকে নওগাঁর পাশের জেলা রাজশাহী ও চাঁপায়নবাবগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার প্রভাব নওগাঁয়ও পড়েছে।

ডা. মুনজুর এ মোর্শেদ জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৯৭ জনের নমুনা পরীক্ষায় ৬৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই হিসাবে শনাক্তের হার ৩৪ দশমিক ০১ শতাংশ।

এছাড়া গত চব্বিশ ঘণ্টায় তিন জন মারা গেছে বলে তিনি জানান।

ডা. মুন্জুর এ মোর্শেদ আরও জানান, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩০১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১৮৩ জন; মারা গেছেন ৪৩ জন। বাকিগুলো কোয়ারেন্টিনে আছেন।