ঝিনাইদহে অবৈধভাবে `ভারতগামী' ১৩ জন আটক

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যে ঝিনাইদহের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১৩ জনকে আটক করেছে বিজিবি।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2021, 01:22 PM
Updated : 1 June 2021, 02:16 PM

মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে বলে বিজিবির ঝিনাইদহের খালিশপুর- ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান।

তিনি বলেন, বিজিবি গোপন সূত্রে জানতে পারে একদল লোক শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাচ্ছে। এ সময় শ্যামকুড় বিওপির একটি টহল দল তাদের আটক করে।

তাদের মধ্যে সাতজন নারি এবং ছয়টি শিশু রয়েছে। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ওপারে ভারতের নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় করোনাভাইরাস আক্রান্ত ও মৃত্যু ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে সেদেশের গণমাধ্যমের খবর।

এ প্রসঙ্গ টেনে ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, এরমধ্যে অবৈধভাবে ভারতে যাতায়াতের কারণে মহেশপুরে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

তিনি জানান, বৈধ ও অবৈধভাবে ভারতফেরত ঝিনাইদহে কোয়ারেন্টাইনে থাকা ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের সদর হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।