সিরাজগঞ্জে বজ্রপাতে ও সাপের কামড়ে ২ জনের মৃত্যু

সিরাজগঞ্জের দুই উপজেলায় বজ্রপাতে ও সাপের কামড়ে এক যুবক ও এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2021, 10:04 AM
Updated : 1 June 2021, 10:04 AM

মঙ্গলবার সকালে এদের মৃত্যু হয় বলে নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

নিহতরা হলেন কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বড়ধুল গ্রামের ইয়াহিয়া মন্ডলের ছেলে ইসলাম মন্ডল (৩০) ও তাড়াশ পৌর এলাকার আসানবাড়ির প্রয়াত রহিজ উদ্দিনের স্ত্রী মালেকা বেগম (৭২)।

নিহত ইসলাম মণ্ডলের বড়ো ভাই ও কামারখন্দের ঝাঐল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য একরামুল হাসান জানান, সকালে গোয়াল ঘর থেকে গরু বের করার সময় বজ্রপাতে ইসলাম গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুল শেখ জানান, সোমবার রাতে বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় বৃদ্ধা মালেকা বেগমকে বিষাক্ত সাপে ছোবল দেয়।

“স্বজনরা ওঝা ডেকে এনে ঝাড়-ফুঁক দেওয়ার এক পর্যায়ে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন।”

বাবুল শেথ জানান, পরে রাতে তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।