পাবনায় ‘মোবাইল ফোন কিনে না দেওয়ায়’ কিশোরের আত্মহত্যা

পাবনা সাঁথিয়ায় ‘মোবাইল ফোন কিনে না দেওয়ায়’ অভিমান করে গলায় ফাঁস দিয়ে এক কিশোর আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2021, 04:07 PM
Updated : 31 May 2021, 04:07 PM

সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার নন্ননপুর ইউনিয়নের ভাটু খান মাহমুদপুর গ্রামে ঘটনাটি ঘটে।

মৃত আসিফ হোসেন (১৮) ওই গ্রামের দিনমুজুর সাইদ ফকিরের ছেলে। ভ্যান চালক ছিলেন তিনি।

সাঁথিয়া থানার পরিদর্শক তদন্ত আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

“মোবাইল ফোন না পাওয়ার অভিমানে আসিফ আত্মহত্যা করেছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।”

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরেই আসিফ তার দরিদ্র বাবার কাছ থেকে একটি স্মার্ট মোবাইল ফোন কিনে দেবার বায়না ধরেন। অভাবের কারণে ছেলেকে মোবাইল কিনে দিতে পারেনি সাইদ ফকির।

সোমবার দুপুরে বাড়িতে কেউ না থাকায় তাদের তার ঘরের আড়ার সাথে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলে পড়ে আসিফ। তার মা হাসি খাতুন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।