চাঁপাইনবাবগঞ্জে আরও এক সপ্তাহ লকডাউন

চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাস সংক্রমণের হার কাঙ্ক্ষিত পরিমাণে না কমায় লকডাউনের মেয়াদ এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2021, 09:41 AM
Updated : 31 May 2021, 10:35 AM

তবে জেলার বাইরের আম ব্যবসায়ীরা আসতে পারবেন। প্রয়োজনে তারা ট্রাক-পিকআপ আনতে পারবেন।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সোমবার সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন ডিসি মঞ্জুরুল হাফিজ।

তিনি বলেন, গত সাত দিনের লকডাউনে জেলায় সংক্রমণের হার নিম্নগামী হয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে নামেনি। এ অবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে আরও সাত দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হল; যা ১ থেকে ৭ জুন পর্যন্ত চলবে।

ভারতে করোনাভাইরাস মহামারীতে নাজুক পরিস্থির মধ্যে সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণের হার বাড়তে থাকলে গত ২৫ মে থেকে ৩১ মে পর্য্ন্ত লকডাউন ঘোষণা দেওয়া হয়।

সোমবার পর্যন্ত এ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬৯ জন।

ডিসি বলেন, লকডাউনের মেয়াদ বাড়লেও জেলার বাইরের আম ব্যবসায়ীরা আসতে পারবেন। প্রয়োজনে তারা ট্রাক-পিকআপ ভ্যান আনতে পারবেন। তবে স্থানীয় সকল প্রকার যান বন্ধ থাকবে। সব মর্কেট ও সাপ্তাহিক হাট, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ রুটে যান চলবে না। সব বাজারের দোকানপাট ও সাপ্তাহিক হাট বন্ধসহ ১১টি নির্দেশনা ঘোষণা করা হয়।

জেলার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে ছিলেন।