চাঁপাইনবাবগঞ্জে আরও এক সপ্তাহ লকডাউন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 31 May 2021 03:41 PM BdST Updated: 31 May 2021 04:35 PM BdST
চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাস সংক্রমণের হার কাঙ্ক্ষিত পরিমাণে না কমায় লকডাউনের মেয়াদ এক সপ্তাহ বাড়ানো হয়েছে।
Related Stories
তবে জেলার বাইরের আম ব্যবসায়ীরা আসতে পারবেন। প্রয়োজনে তারা ট্রাক-পিকআপ আনতে পারবেন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সোমবার সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দেন ডিসি মঞ্জুরুল হাফিজ।
তিনি বলেন, গত সাত দিনের লকডাউনে জেলায় সংক্রমণের হার নিম্নগামী হয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে নামেনি। এ অবস্থায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে আরও সাত দিনের বিশেষ লকডাউন ঘোষণা করা হল; যা ১ থেকে ৭ জুন পর্যন্ত চলবে।
ভারতে করোনাভাইরাস মহামারীতে নাজুক পরিস্থির মধ্যে সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণের হার বাড়তে থাকলে গত ২৫ মে থেকে ৩১ মে পর্য্ন্ত লকডাউন ঘোষণা দেওয়া হয়।
সোমবার পর্যন্ত এ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬৯ জন।
ডিসি বলেন, লকডাউনের মেয়াদ বাড়লেও জেলার বাইরের আম ব্যবসায়ীরা আসতে পারবেন। প্রয়োজনে তারা ট্রাক-পিকআপ ভ্যান আনতে পারবেন। তবে স্থানীয় সকল প্রকার যান বন্ধ থাকবে। সব মর্কেট ও সাপ্তাহিক হাট, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ রুটে যান চলবে না। সব বাজারের দোকানপাট ও সাপ্তাহিক হাট বন্ধসহ ১১টি নির্দেশনা ঘোষণা করা হয়।
জেলার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে ছিলেন।
-
আড়াই ঘণ্টা পর কুমিল্লা হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক
-
গাজীপুরে প্রাইভেটকারে করে গরু ‘চুরির চেষ্টা’
-
খুলনায় বিএনপির ৮ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
-
সাবেক ওসির ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
-
মানিকগঞ্জে যুবদল ও ছাত্রদল নেতার উপর হামলা
-
খুলনায় ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
-
বাগেরহাটে হরিণের চামড়া-শিং উদ্ধার
-
পাহাড়ে রক্তপাত বন্ধে সব করব: স্বরাষ্ট্রমন্ত্রী
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল