সুনামগঞ্জে যাদুকাটা নদীতে ঝড়ে মাঝি নিখোঁজ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঝড়ের মধ্যে যাদুকাটা নদীতে এক মাঝি নিখোঁজ হয়েছেন।

সুনামগগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 May 2021, 08:07 AM
Updated : 31 May 2021, 08:07 AM

উপজেলার বড়গোফ টিলা এলাকায় সোমবার সকালে তিনি নিখোঁজ হন বলে বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম জানান।

নিখোঁজ হারিছ উদ্দিন উপজেলার বড়গোফ টিলা এলাকার নূর ইসলামের ছেলে। বড়গোফ টিলায় খেয়া নৌকার মাঝি ছিলেন।

চেয়ারম্যান বলেন, সকালে নদীতে ভারত থেকে গাছ ভেসে আসে। সেটা ধরতে যান হারিছ ও তার তিন সঙ্গী। গাছ ধরে ফেরার সময় ঝড়-বৃষ্টির মধ্যে নৌকা তলিয়ে যায়। এ সময় নদীতে বালু-পাথর তোলার কাজে থাকা শ্রমিকরা তিনজনকে উদ্ধার করতে পারলেও হারিছ নিখোঁজ হন।

পরে পুলিশে খবর দেওয়া হয়।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন, হারিছের খোঁজে তার স্বজনদের পাশাপাশি পুলিশের একটি দলও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকেও উদ্ধার তৎপরতা চালানোর জন্য বলা হয়েছে।