গাইবান্ধায় রেজিস্ট্রেশন করে টিকা পাননি সাড়ে ১৫ হাজার

গাইবান্ধায় রেজিস্ট্রেশন করেও সাড়ে ১৫ হাজার জন করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা পাননি। এছাড়া প্রথম ডোজ নেওয়া সাড়ে ২৪ হাজার জন পাননি দ্বিতীয় ডোজ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2021, 02:53 PM
Updated : 30 May 2021, 02:53 PM

কয়েকদিন আগে জেলায় টিকার মজুত শেষ হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

গাইবান্ধার সিভিল সার্জন আ. ম. আখতারুজ্জামান জানান, জেলার মোট সাতটি উপজেলার জন্য এক লাখ ২ হাজার টিকা বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে প্রথম দফায় আসে ৬৯ হাজার ডোজ এবং দ্বিতীয় দফায় আসে ৩৩ হাজার ডোজ।

“এর মধ্যে ৬২ হাজার ৮৭৬ জনকে প্রথম ডোজ এবং ৩৮ হাজার ৩৩৭ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে মোট টিকা পান ১ লাখ ১ হাজার ২১৩ জন। বাকিগুলো বিভিন্ন কারণে নষ্ট হয়েছে।”

তিনি আরও বলেন, সরকার টিকা আনার চেষ্টা করছেন। আশা করা যায় আগামি মাসে টিকা বরাদ্দ পাওয়া যাবে। বরাদ্দ পেলে সমস্যার সমাধান হবে। 

সিভিল সার্জন কার্যালয় জানায়, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে জেলায় করোনাভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসক মো. আবদুল মতিনকে প্রথম টিকা দিয়ে টিকা প্রদান কার্যক্রমের যাত্রা শুরু করা হয়।