ব্যাংকে ‘ব্যাগ কেটে’ লাখ টাকা চুরির অভিযোগ

মাদারীপুরে একটি ব্যাংক থেকে গ্রাহকের ‘ব্যাগ কেটে’ এক লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে।

মাদারীপুর প্র‌তি‌নি‌ধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2021, 09:51 AM
Updated : 30 May 2021, 09:51 AM

রোববার বেলা ১১টার দিকে জেলা শহরের পুরান বাজারে সোনালী ব্যাংকের প্রধান শাখায় এই ঘটনা ঘটে বলে মজিবুর রহমান সিপাই নামের ওই গ্রাহকের অভিযোগ।  

মজিবুর রহমান সিপাই মাদারীপুর পৌরসভার মাস্টার কলোনীর প্রয়াত আব্দুল হাকিম সিপাইয়ের ছেলে।

মজিবুর রহমান বলেন, তিনি সোনালী ব্যাংকের মাদারীপুর প্রধান শাখা থেকে ৫ লাখ টাকা উত্তোলনের করেন। তাকে এক লাখ টাকার দুটি বাল্ডিল ও পঞ্চাশ হাজার ছয়টি বাল্ডিলে ওই টাকা দেওয়া হয় ব্যাংকের ৪ নম্বর ক্যাশ কাউন্টার থেকে। তিনি টাকা নিয়ে সঙ্গে থাকা একটি শপিং ব্যাগে রাখেন।

“কিছুক্ষণ পর দেখি ব্যাগ থেকে কয়েকটি বাল্ডিল ব্যাংকের ভেতরে ফ্লোরে পড়ে আছে। সেখান থেকে টাকাগুলো তুলে গুনে দেখি এক লাখ টাকার একটি বাল্ডিল খোয়া গেঠে। পরে বুঝতে পারি ‘ব্যাগ কেটে’ এক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।”

খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ এসেছিল বলে জানান তিনি।

এদিকে সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

সোনালী ব্যাংক মাদারীপুর শাখার অ্যাসিস্ট্যান্ট জোনাল ম্যানেজার ফিরোজুর রহমান বলেন, “সিসিটিভির ফুটেজ দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ক্যাশ কাউন্টার থেকে টাকা বুঝে পাওয়ার পর এই ঘটনা ঘটেছে বলে ওই গ্রাহক অভিযোগ করেছেন।”

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, বিষয়টি যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।