‘মালগাড়ির সঙ্গে বাইকের ধাক্কা’, ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনচালককে মারধর

ব্রাহ্মণবাড়িয়ায় এক রেলক্রসিং এ ‘মোটরসাইকেলের সঙ্গে মালগাড়ির ধাক্কা লাগায়’ ট্রেনটির দুই চালককে পেটানোর খবর পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2021, 01:15 PM
Updated : 29 May 2021, 01:28 PM

শনিবার বিকেলে এ ঘটনা ঘটে বলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. শোয়েব জানিয়েছেন।

আহত দুই ট্রেন চালক আনোয়ার হোসেন (৪৫) ও জসিম উদ্দিনকে (৪০) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল এক ঘণ্টা বন্ধ থাকে বলেও জানান তিনি।

পুলিশ মোটরসাইকেলটিকে জব্দ করেছে জানিয়ে  রেলওয়ে স্টেশন মাস্টার শোয়েব বলেন, “এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ থানায় মামলা করবে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার আগে ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী এক মালবাহী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ক্রসিং অতিক্রম করছিল। এ সময় ট্রেনটির সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটির আরোহীরা রেললাইনের পাশে ছিটকে পড়েন। এ সময় চালকরা ট্রেন থামিয়ে দেন।

পরে মোটরসাইকেল আরোহীরা ট্রেনের চালক আনোয়ার এবং সহকারী চালক জসিমকে ট্রেন থেকে নামিয়ে মারধর করে বলছেন তারা।