নাটোরে ‘ফ্যানের সুইচ অন করতে গিয়ে’ বিদ্যুৎস্পৃষ্টে আইনজীবীর মৃত্যু

নাটোরে এক আইনজীবী তার বাড়িতে ‘ফ্যান চালাতে গিয়ে’ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2021, 11:58 AM
Updated : 29 May 2021, 11:58 AM

শনিবার সকালে নাটোরের সিংড়া উপজেলার মোহনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

প্রয়াত মো. এরশাদ আলী (৩৫) ওই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে এবং নাটোর বারের শিক্ষানবিস আইনজীবী।

সিংড়ার লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, শনিবার সকালে এরশাদ আলী তার বাড়িতে নাস্তা করতে বসার আগ মুহূর্তে ফ্যানের সুইচ অন করতে যান।

এ সময় বিদ্যুৎ তাড়িত হয়ে মেঝেতে ছিটকে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয় বলেন তিনি।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎ ব্যবহারে অসর্তকর্তার কারণে এই মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের লোকজন নিজস্ব ব্যবস্থাপনায় তাকে দাফন করেছে।

নাটোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জানান, এরশাদ আলী নাটোর বারের একজন জ্যেষ্ঠ আইনজীবীর অধীনে শিক্ষানবিস আইনজীবী হিসাবে কর্মরত ছিলেন।