করোনাভাইরাস: সিলেটে একদিনে ৫ জনের মৃত্যু

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ জন।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2021, 09:30 AM
Updated : 29 May 2021, 09:30 AM

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, করোনাভাইরাসে মারা যাওয়া পাঁচজনই সিলেট জেলার।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৪০৩ জনে দাঁড়াল। তারা সিলেটের বিভিন্ন হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন।

করোনাভাইরাসে মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলার ৩২৫ জন, সুনামগঞ্জের ৩০জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ৩০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরও ৯৪ জন আক্রান্ত হয়েছেন বলে সুলতানা রাজিয়া জানান।

এর মধ্যে সিলেট জেলার ৪০ জন, সুনামগঞ্জের পাঁচজন, হবিগঞ্জে নয় জন, মৌলভীবাজারের ২৪ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৪৬১ জনে দাঁড়াল। একদিনে সুস্থ হয়েছেন ২২ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ২২৯ জন চিকিৎসা নিচ্ছেন।