পদ্মায় ট্রলার ডুবি: নিহতের সংখ্যা বেড়ে ২

শরীয়তপুরের জাজিরা এলাকায় পদ্মায় ট্রলার ডুবির ঘটনায় এক শিশুর লাশ পাওয়া গেছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2021, 08:43 AM
Updated : 29 May 2021, 08:43 AM

শুক্রবার রাত ১টার দিকে জাজিরা উপজেলার কুণ্ডেরচর আব্দুল মল্লিকের কান্দি এলাকায় পদ্মা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জাজিরা থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু মণ্ডল জানিয়েছেন।

নিহত খাদিজা আক্তার (৩) বরগুনা সদর উপজেলার পাথাঘাটা গ্রামের মো. বজলু মিয়ার মেয়ে।

বৃহস্পতিবার বিকালে জাজিরার কৌলান মোল্লাকান্দি ঘাট থেকে ১৬ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মুন্সীগঞ্জের শিমুলিয়ার উদ্দেশে রওনা হয়ে ডুবে যায়। ঝড়ে ডুবে যায় বলে স্থানীয়দের ভাষ্য।

সে সময় আব্দুর রহমান আকন (৭০) নামে এক যাত্রীর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

জাজিরা থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু মণ্ডল বলেন, ট্রলারডুবির ঘটনায় সর্বশেষ তথ্যমতে ইমাম হোসেন (২৫) ও রমজান (৬) নামে আরও দুইজন নিখোঁজ রয়েছেন।

এর আগে জাজিরা থানার ওসি আজহারুল ইসলাম স্থানীয়দের বরাতে বলেছিলেন, ট্রলার ডুবির পর চারজন নিখোঁজ রয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।