গাইবান্ধায় বাসের ধাক্কায় ২ অটোরিকশা যাত্রী নিহত

গাইবান্ধা সদরে বাসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়েমুচড়ে গিয়ে দুই যাত্রী নিহত হয়েছে। অটোরিকশার চালকসহ দুই জন আহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2021, 02:51 PM
Updated : 28 May 2021, 02:51 PM

শুক্রবার সকালে উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের রিফাইতপুর বটতলায় গাইবান্ধা-সাঘাটা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার রামনাথের ভিটা গ্রামের নিবারণ চন্দ্র সাহার ছেলে দুলাল চন্দ্র সাহা (৪০) ও সাঘাটা উপজেলার শিমুলতাইড় গ্রামের হোসেন আলীর ছেলে রাজু মিয়া (২৯)।

আহত চালকসহ দুই জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম পরিচয় জানা যায়নি।

গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রউফ বলেন, সকাল ৭টার দিকে ঢাকা থেকে সাঘাটাগামী একটি বাস বিপরীতমুখী একটি সিএনজি চালিত যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে দুলাল চন্দ্র ঘটনাস্থলে মারা গেছেন।  

পরিদর্শক রউফ জানান, অটোরিকশার চালকসহ আহত তিন জনকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতাল এবং পরে সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রংপুরে নেওয়ার পথে রাজু মিয়া মারা যান। 

গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজার রহমান বলেন, দুজনের লাশ এবং দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। তবে বাসের চালককে আটক করা হলেও তার সহকারী পালিয়ে গেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।