গোপালগঞ্জে সাড়ে ৩ হাজার দ্বিতীয় ডোজ টিকার অনিশ্চয়তা

গোপালগঞ্জে সাড়ে তিন হাজার ব্যক্তি করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ টিকার অনিশ্চয়তায় পড়েছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2021, 08:07 AM
Updated : 28 May 2021, 09:30 AM

জেলার সিভিল সার্জন দপ্তরের চিকিৎসা কর্মকর্তা টিকাকরণ কর্মসূচির সমন্বয়কারী এসএম সাকিবুর রহমান বলেন, গোপালগঞ্জে ৩৮ হাজার ৩৮৯ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ৩১ হাজারের বেশি। এখন হাতে আছে হাজার তিনেক ডোজ।

সাকিবুর রহমান বলেন, দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য দরকার আরও প্রায় সাড়ে তিন হাজার; যা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সিভিল সার্জন স্বাস্থ্য অধিদপ্তরসহ বিভিন্ন স্থানে টিকা চেয়ে চিঠি দিয়েছেন। টিকা আনার চেষ্টা চলছে। আশা করা হচ্ছে চলে আসবে।