জোয়ারে ডুবল সড়ক, বর-বউ চাপল কোলে

ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে নদীর পানিতে বরিশালের নিম্মাঞ্চলের রাস্তা তলিয়ে যাওয়ায় বিপাকে পড়ে এক নব দম্পতি।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2021, 02:17 PM
Updated : 27 May 2021, 02:17 PM

বুধবার বরিশালের বাবুগঞ্জে প্রতিকূল আবহাওয়ায় রাস্তা ডুবে যাওয়ায় বিয়ে অনুষ্ঠান শেষে বর ও কনেকে কোলে চেপে রাস্তা পার হতে হয়।  তাদের এই পারাপারের ভিডিও এরইমধ্যে ফেইসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, জোয়ারের পানিতে রাস্তা সয়লাব। তাই নববধূ ও বরকে কোলে করে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন তাদের স্বজনরা।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন জানান, উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজগুরু নতুন চর এলাকার বাসিন্দা মাহিন্দা চালক কালাম মিয়ার মেয়ে সুখী আক্তারের সাথে গৌরনদীর এক যুবকের বিয়ে ঠিক হয়।

তাদের বিয়ের তারিখ পারিবারিকভাবে নির্ধারণ করা ছিল গত বুধবার। তাই সময় মতো দুপুরে বরযাত্রী আসে কালাম মিয়ার বাড়িতে।

তবে ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে দুপুরের পর থেকে বাড়তে থাকে আরিয়াল খা নদীর পানি। বিকেলের মধ্যে রাজগুরু নতুন চরসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে যায়।

বিকেলে কনে নিয়ে ফেরার পথে বিপাকে পড়ে বরযাত্রী। এ সময় স্বজনরা নতুন বর ও কনেকে কোলে নিয়ে রাস্তা পাড় করে দেয় বলেন তিনি।

তবে এ ঘটনা প্রচার পাওয়ায় সন্তুষ্ট নন কনের বাবা কালাম মিয়া। তাই যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতেও অস্বীকৃতি জানান।