ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: গ্রেপ্তার ৫শ' ছাড়াল

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবে জড়িতের অভিযোগে গ্রেপ্তারের সংখ্যা পাঁচশ ছাড়িয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2021, 01:48 PM
Updated : 27 May 2021, 01:48 PM

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার আনিসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তারের খবর জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ নিয়ে তাণ্ডবের মামলাগুলোতে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে ৫০৩ জনে দাঁড়িয়েছে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ঘিরে গত ২৬ মার্চ থেকে টানা তিন দিন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরসহ বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চলে।  এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ জানায়, হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা ওই তাণ্ডব চালিয়েছিল। তাণ্ডবের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়।

এসব ঘটনায় মোট ৫৬টি মামলা হয়েছে।

পুলিশ জানায়, তাণ্ডবে জড়িতের গ্রেপ্তারে পুলিশের বিভিন্ন ইউনিটের একাধিক টিম কাজ করছে। বিভিন্ন মাধ্যমে পাওয়া তাণ্ডবের ভিডিও ও স্থিরচিত্র দেখে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে।